প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

সঠিক উত্তর: মিথেন
প্রাকৃতিক গ্যাসের মিথেনের সাথে অল্প পরিমাণ অপেক্ষাকৃত ভারী হাইড্রোকার্বন গ্যাস ও যৌগ থাকে। প্রাকৃতিক গ্যাসে নগণ্য মাত্রায় CO2,N2 ও  H2S থাকে, যা প্রাকৃতিক গ্যাসের মানের অবনতি ঘটায়। এ গ্যাসে হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরিমাণ বেশি হলে টক গ্যাস , আর কম হলে মিষ্টি গ্যাস বলে।