প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে-

সঠিক উত্তর: মিথেন
প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলোর মধ্যে মিথেন ৮০ - ৯০% ইথেন ১৩% প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেন কিছু পরিমাণে থাকে। এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫ - ৯৯%।