কোনটি হৃদ রোগের কারণ ?

সঠিক উত্তর: ধূমপান
হৃদরোগের নানাবিধ কারণের মধ্যে ধূমপান অন্যতম। গবেষণায় দেখা গেছে সিগারেটের ধূমপানে নিকোটিনসহ ৫৬ টি বিষাক্ত রাসায়নিক পদার্থ বিরাজমান। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ প্যালমোনারি ডিজিজ (COPD) ও ক্যান্সার এর ঝুঁকি বহুগুন বাড়ায়। তামাকের নিকোটিন স্নায়ুকোষের কার্যকারিতা নষ্ট করে।