হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ কি ?

সঠিক উত্তর: ভাইরাস
যকৃত বা লিভারের কোষগুলো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা নেশা উদ্রেককারী বস্তুর কারণে ধ্বংস হলে রক্তে পিত্তরস বা বিলিরুবিনের মাত্রা বেড়ে জন্ডিসের উৎপত্তি হয়। জন্ডিস প্রধানত এ, বি, সি বা ডেল্টা ভাইরাসের জন্য হয়ে থাকে। কিন্তু এদের মধ্যে ‘বি’ ভাইরাস মারাত্মক। তবে হেপাটাইটিস ‘বি’ ও ‘এ’ - এর টিকা আছে।