শামসুদ্দীন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজিব্য হলো -

সঠিক উত্তর: নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন
কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম গ্রামীণ মানুষের ভাষাভঙ্গি, মনোভঙ্গি ও রুচিকে যথাযথভাবে সাহিত্যরূপ দানে সচেষ্ট হয়েছেন। তিনি গ্রামীণ মানুষের জীবনদর্শনের সারসত্যকে রূপায়ণ করেছেন তার কথাসাহিত্যে। বিশেষ করে নিম্নবর্গের শ্রমজীবী মানুষ ও তাদের জীবন ছিল তার সাহিত্যের মূল উপজীব্য। তার রচিত কয়েকটি গল্পগ্রন্থ : শাহেরবানু, পথ জানা নেই, অনেক দিনের আশা। তার কয়েকটি উপন্যাস : কাশবনের কন্যা, কাঞ্চনমালা, সমদবাসর।