কোনটি ক্ষয়জাত পর্বত?

সঠিক উত্তর: আরেরিকার ক্যাটস্টিক
প্রাচীন ভঙ্গিল বা স্তুপ পর্বতের কোমল শিলাগুলি জল বৃস্টি, বায়ু, উত্তাপ প্রভৃতির দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়। কিন্তু কঠিন শিলাগুলি তুলনায় কম ক্ষয়প্রাপ্ত হয়। তখন ঐ সব কঠিন ও উঁচু অংশ চারিদিকের নিম্নভূমি অপেক্ষা অনেক উঁচুতে অবস্থান করে পর্বতের আকার ধারন করে। ক্ষয়কার্যের ফলে অবশিষ্ট কঠিন অংশ থেকে গিয়ে এই পর্বতের সৃষ্টি হয় বলে একে ক্ষয়জাত পর্বত বলে।