ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ তেপান্তর

সঠিক উত্তর: তে (তিন) প্রান্তরের সমাহার --- দ্বিগু সমাস
দ্বিগু সমাস: সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন: তে(তিন) প্রান্তের সমাহার - তেপান্তর।