সমাস নির্ণয় করুন ঃ "দশ আনন যাহার - দশানন"

সঠিক উত্তর: বহুব্রীহি
দশ আনন যার - দশানন। প্রদত্ত সমাসটি বহুব্রীহি সমাস। কারণ, সংখ্যাবাচক বহুব্রীহি : পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাবাচক বহুব্রীহি সমাস বলে। এ সমাসে সমস্তপদে আ, ই, ঈ - যুক্ত হয়। যেমন: দশ আনন যার - দশানন।