ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?

সঠিক উত্তর: লন টেনিস
ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য দেয়া হয় থমাস কাপ, উবের কাপ, টেঙ্কু আব্দুর রহমান কাপ, ইয়োনক্স কাপ। লোয়েথ লিং কাপ , এশিয়ান কাপ , উ থান্ট কাপ টেবিল টেনিসের সাথে জড়িত। লন টেনিসের বিশ্বখ্যাত কাপগুলো হলো উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ক্রেমলিন কাপ, ডেভিস কাপ ইত্যাদি। লন টেনিস খেলাকে আধুনিক খেলায় রুপদান করেন ১৮৭৩ সালে ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইংফিল্ড (Walter Clapton Winged) । ডেভিস কাপের প্রতিষ্ঠাতা Dwight Davis ( ১৯০০ সালে)।