একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?

সঠিক উত্তর: ৮৯
মনে করি, চতুর্থ খেলায় 'ক' রান করতে হবে। প্রশ্নমতে, (৮২ + ৮৫ + ৯২ + ক)/৪ = ৮৭ বা, ২৫৯ + ক = ৩৪৮ বা, ক = ৮৯ উত্তরঃ ৮৯ রান