দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬, তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু. কত ?

সঠিক উত্তর: ১২০
সংখ্য দুইটির অনুপাত ৫ : ৬ ধরি, সংখ্য দুটি যথাক্রমে ৫ক ও ৬ক ৫ক এবং ৬ক এর গ, সা, গু = ক। প্রশ্নমতে, সংখ্যা দুটি যথাক্রমে ৫ক = ৫×৪ = ২০ এবং ৬ক = ৬×৪ = ২৪ এখন, ২০ এবং ২৪ এর ল, সা, গু = ১২০ সুতরাং, সংখ্যা দুটির ল, সা, গু = ১২০