দুইটি সংখ্যার যোগফল 56 । যদি সংখ্যা দুইটির অনুপাত 3 : 1 হয়, তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে ?

সঠিক উত্তর: 588
মনে করি, সংখ্য দুটি ক ও খএদের যোগফল ক + খ = ৫৬অনুপাত, ক : খ = ৩ : ১ক/খ = ৩/১ক = ৩খক এর মান বসাই = ৩খ + খ = ৫৬ বা, ৪খ = ৫৬খ = ১৪ এবং ক = ৩খ = ৩×১৪ = ৪২সংখ্যা দুটির গুণফল = ১৪×৪২ = ৫৮৮