পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭ঃ২ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ?

সঠিক উত্তর: ২৬ঃ১১
পিতা ও পুত্রের বয়সের অনুপাতের যোগফল = (৭ + ২) = ৯ পিতার বয়স = (৫৪ এর ৭/৯) = ৪২ বছর পুত্রের বয়স = (৫৪ এর ২/৯) = ১২ বছর ১০ বছর পর , পিতার বয়স = ৫২ বছর পুত্রের বয়স = ২২ বছর সুতরাং , অনুপাত = ৫২ঃ২২ = ২৬ঃ১১