একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার ও প্রস্থ ২৪ মিটার। বাগানের ভিতরে চারিদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল-

সঠিক উত্তর: ২০৮ বর্গমিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = 32 × 24 বর্গমিটার = 768 বর্গমিটার । রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = 28×20 বর্গমিটার = 560 বর্গমিটার। তাহলে, রাস্তার ক্ষেত্রফল = (768 - 560) বর্গমিটার = 208 বর্গমিটার। উত্তরঃ 208 বর্গমিটার।