একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সঠিক উত্তর: ১৩৬ বর্গমিটার
দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য = ৪০ মিটার প্রস্থ = ৩০ মিটার ∴ ক্ষেত্রফল = (৪০ X ৩০) = ১২০০ বর্গমিটার রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = {৪০ - (২X১)} মিটার = ৩৮ মিটার। " " প্রস্থ = {৩০ - (২X১)} মিটার = ২৮ মিটার রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৩৮X ২৮) বর্গমিটার = ১০৬৪ বর্গমিটার ∴ রাস্তাটির ক্ষেত্রফল = (১২০০ - ১০৬৪) বর্গ মিটার = ১৩৬ বর্গ মিটার