কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাঁদা দেয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। লোক সংখ্যা কত?

সঠিক উত্তর: কোনোটিই নয়
ধরি,লোকসংখ্যা = x জন, প্র্ত্যেকে চাঁদা দেয় = ৫*x = ৫x টাকা .‘. x জনে মোট চাঁদা দেয়৫x*x = ৫x^২ টাকা শর্তমতে , ৫x^২ = ৪৫০০ জন বা, x^২ = ৯০০ জন বা, x = ৩০জন (উত্তর)