স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য “বীর প্রতীক” উপাধি লাভ করে কতজন?

সঠিক উত্তর: ৪২৬ জন
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য মোট ৬৭৬ জনকে বিরত্বসূচক উপাধি প্রদান করা হয়। এর মধ্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতিক উপাধি প্রদান করা হয়। ৪২৬ জন বীর প্রতিকের মধ্যে ক্যাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বিবি (গণবাহিনী ১১ নং সেক্টর) এ দুজন হলেন নারী বীর প্রতীক।