স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য কতজন মহিলাকে বীর -প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে?

সঠিক উত্তর: ২ জন
.মুক্তিযোদ্ধা ও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনা শুনে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর যে সকল ব্যক্তি দেশের জন্য কাজ করেছেন তারাই মুক্তিযোদ্ধা। . মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে সরকার। তন্মধ্যে একটি হলো মুক্তিযুদ্ধকালীন বয়স ১৩ বছর হতে হবে। . মোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা (৬৭৬ + ১) = ৬৭৭ বীরশ্রেষ্ঠ = ৭ জন বীর উত্তম (৬৮ + ১) = ৬৯ (সর্বশেষ = ব্রিগেডিয়ার জামিল উদ্দীন) বীর বিক্রম = ১৭৫ বীর প্রতীক = ৪২৬ (মহিলা = ২, নিখোজ = ৫৫। কিন্তু দেবদাস বিশ্বাস ওরফে খোকা বিশ্বাস বীর প্রতীক নামে ঝালকাঠির এক ব্যক্তিকে সনাক্ত করেন বিমল কান্তি দে। তাই বর্তমানে নিখোঁজ সংখ্যা হবে ৫৪)