”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর: দুৎ+চার
”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ দুৎ + চার। ‘ত/দ’ এরপরে ‘চ/ছ’ থাকলে উভয়ে মিলে ‘চ্চ/চ্ছ’ হয়। যেমন - ত্ + চ = চ্চ সৎ + চিন্তা = সচ্চিন্তা, উৎ + চারণ = উচ্চারণ, শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র, সৎ + চরিত্র = সচ্চরিত্র, সৎ + চিদানন্দ(চিৎ + আনন্দ) = সচ্চিদানন্দ।