'সংবিধান' শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর: সম্ + বিধান
'সংবিধান' শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ সম্ + বিধান। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে‬ ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। ম + স্পর্শবর্ণ (ক - ম) = ম বদলে ং হয়, অথবা যেই বর্গের স্পর্শবর্ণ সেই বর্গেরই পঞ্চম বর্ণ হয় সম্পাদনা। সংগীত/সঙ্গীত = সম্‌ + গীত