মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল কত সালে ?

সঠিক উত্তর: ১৯৫৬
মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 1956 সালে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগকারী সুয়েজখাল নির্মাণ শুরু হয় 25 এপ্রিল 1859। সুয়েজ খালের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 190 কিমি ও 300 মিটার। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন 26 জুলাই 1956।