'নীরস' এর সন্ধি বিচ্ছেদ ---

সঠিক উত্তর: নিঃ + রস
নীরস এর সন্ধি বিচ্ছেদ = নিঃ + রস পূর্বপদ এর শেষে র - জাত বিসর্গ যুক্ত ই - ধ্বনি বা উ - ধ্বনি এবং পরপদের গোড়ায় র থাকলে সন্ধিতে বিসর্গ লোপ পায় এবং ই বা ঈ - ধ্বনি দীর্ঘতা পেয়ে ঈ বা ঊ - ধ্বনি হয়।