”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর: নিঃ + রস
”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ নিঃ + রস। ই কিংবা উ ধোনির পরের বিসর্গের সঙ্গে র এর সন্ধি হলে বিসর্গের লোভ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন নিঃ + রস = নিরস, নিঃ + রব = নীরব।