”পাখীর নীড়ের মতো চোখ” বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?

সঠিক উত্তর: জীবনানন্দ দাশ
'পাখির নীড়ের মতো চোখ' বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমার স্রষ্টা জীবনানন্দ দাশ। ধূসরতার কবি জীবনানন্দ দাশ - (১৯০৩ - ১৯৭৬) এর কাব্যগ্রন্থ বনলতা সেন (১৯৪২) এর অন্তর্গত এ কাব্যাংশটুকু।