২০১৭ সালে প্রথমবারের মত মিস হুইর চেয়ার ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগীতা সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন আলেকজান্দ্রা চিচিকোভা। তিনি কোন দেশের নাগরিক?

সঠিক উত্তর: বেলারুশ
২০১৭ সালে প্রথম বারের মত পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আয়োজন করা হয় 'মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড '। এটি আয়োজন করে অনলি ওয়ান ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এ প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হয় বেলারুশের মনস্তত্ত্ব ও সামাজিক বিদ্যার শিক্ষার্থী আলেকসান্দ্রা শিশিকোভা।