কোনটিকে বলা হয় 'নিশীথ সূর্যের দেশ'?

সঠিক উত্তর: নরওয়ে
নরওয়ে উত্তর মেরুতে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে, অর্থাৎ এ সময় এখানে সূর্য কখনো সম্পূর্ণ অস্তমিত হয় না । তাই নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। বিপরীতে নভেম্বর থেকে জানুয়ারি সূর্য ওঠেই না ।