নিশীথ সূর্যের দেশ কোনটি?

সঠিক উত্তর: নরওয়ে
নরওয়ে উত্তর গোলার্ধের দেশ হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যাস্ত না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে। এর ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধুলির আলো বজায় থাকে সারারাত। তাই বিশ্ব জুড়ে নিশীথ সূর্যের দেশ নরওয়ে।