চতুর্দশপদী কবিতা রচনায় মাইকেল মধুসুদন দত্ত কার দ্বারা প্রভাবিত হন?

সঠিক উত্তর: পেত্রার্ক
বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন।