'বঙ্গভাষা' শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি?

সঠিক উত্তর: শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়
‘বঙ্গভাষা’ সনেটটি রীতি বা মিলের দিক থেকে অনিয়মিত ধরনের। কবিতার প্রমথ চারটি চরণ ও শেষ দুটি চরণ শেক্সপীয়রীয় রীতিতে রচিত। পঞ্চম থেকে অষ্টম— এই চারটি চরণ অনিয়মিত শেক্সপীয়রীয় ঢঙের, নবম থেকে দ্বাদশ - এই চারটি চরণে পেত্রার্কীয় ঢঙ দেখা যায়। সুতরাং শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় দুটি রীতিই ব্যবহৃত হয়েছে।