একটি আয়তাকার বাগানের প্রস্থ উহার দৈর্ঘ্য অপেক্ষা ৪ মিটার কম। এর পরিসীমা ৪৮ মিটার হলে প্রস্থ কত?

সঠিক উত্তর: ১০ মিটার
ধরি, প্রস্থ = x মিটারসুতরাং, দৈর্ঘ্য = (x+4) মিটার।আমরা জানি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)প্রশ্নমতে,2 (দৈর্ঘ্য+প্রস্থ) = 48 মিটারবা, 2 (x+4+x) = 48 মিটারবা, 4x+8 = 48 মিটারবা, 4x = 40 মিটারসুতরাং, x = 10 মিটার। Answer