বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানী ভাষায় অনুবাদকের নাম কি?

সঠিক উত্তর: কাজুহিরো ওয়াতানাবে
'অসমাপ্ত আত্মজীবনী' শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন ।ইংরেজি নাম- The Unfinished Memories• বইটির প্রকাশকাল ১৮ জুন, ২০১২ সালে।* বইটি ইংরেজি, উর্দু, জাপানি, চা, আরবি, ফারসি, হিন্দি, তুর্কি,নেপালি, স্পেনীয়, অসমীয়, ইতালীয়, মালয়, কোরীয়, রুশ, মারাঠি ওসর্বশেষ গ্রীক ভাষায় অনুবাদ প্রকাশিত হয়েছে।" জাপানি ভাষায় অনুবাদ করেন- কাজুহিরো ওয়াতানাবে।ইংরেজি ভাষায় বইটির অনুবাদক- ড. ফকরুল আলম।বইটির ভূমিকা লিখেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।" বইটি সম্পাদনা করেন- শামসুজ্জামান খান। বইটির প্রচ্ছদ শিল্পী- সমর মজুমদার।