বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রকাশিত হয়?

সঠিক উত্তর: ২০১২
অসমাপ্ত আত্মজীবনী' শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন ।• ইংরেজি নাম- The Unfinished Memoiries• বইটির প্রকাশকাল- ১৮জুন, ২০১২ সালে।* ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী অবস্থায় (১৯৬৬-১৯৬৯) বন্ধুবান্ধব,সহকর্মী এবং সহধর্মিণীর অনুপ্রেরণায় তিনি জীবনী লেখা শুরু করেন। • বইটিতে আত্মজীবনী লিপিবদ্ধ আছে- ১৯৫৫ সাল পর্যন্ত।বইটির ভূমিকা লিখেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।বইটি সম্পাদনা করেন শামসুজ্জামান খান । বইটির প্রচ্ছদ শিল্পী- সমর মজুমদার।ইংরেজি ভাষায় বইটির অনুবাদক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজীবিভাগের অধ্যাপক ফখরুল আলম।জাপানি ভাষায় অনুবাদ করেন- কাজুহিরো ওয়াতানাবে।• বইটির পৃষ্ঠা- ৩৩০ (আত্মজীবনী ২৮৮)।