'তাহারেই পড়ে মনে' কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

সঠিক উত্তর: ১৯৩৫ সালে, ‘মাসিক মোহাম্মদী'
‘তাহারেই পড়ে মনে' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:# 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিস্টাব্দে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় (নবম বর্ষ ষষ্ঠ সংখ্যা ১৩৪২) প্রথম প্রকাশিত হয়।# পরে কবিতাটি 'সাঁঝের মায়া' কাব্যে সংকলন করা হয়।# কবিতাটির প্রথম চরণ— “হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,# শেষ চরণ- রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।”# মোট চরণ সংখ্যা : ত্রিশটি।# ছন্দঃ অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রথম পর্ব আট মাত্রার, দ্বিতীয় পর্ব দশ মাত্রার। প্রতি চরণে পর্ব দুইটি ।