'তাহারেই পড়ে মনে' কত সালে প্রকাশিত হয়?

সঠিক উত্তর: ১৯৩৫
সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার গুরুত্বপূর্ণ তথ্য:# ‘তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে 'মাসিক মোহাম্মাদী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। # কবিতায় প্রকৃতি ও মানব যন্ত্রের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। # তাহারেই পড়ে মনে- সংলাপ-প্রধান কবিতা । # তাহারেই পড়ে মনে' কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। # কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের বাভারি নেবু, আম ।# তাহারেই পড়ে মনে কবিতায়- ফাল্গুন-৩বার, বসন্ত - ৪ বার উল্লেখ রয়েছে।