‘রেইনকোট’ গল্পের প্রধান চরিত্রটির নাম কী ?

সঠিক উত্তর: নুরুলহুদা
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য:“রেইনকোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।“রেইনকোট" মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭)গ্রন্থে সংকলিত হয়।এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১ থেকে।রেইনকোট' গল্পে অধিকাংশ বিবৃত হয়েছে নুরুল হুদা নামক একজন কলেজ শিক্ষকের জবানিতে।রেইনকোট' গল্পে কলেজের ডিপার্টমেন্টের উল্লেখ আছে- বোটানি, হিস্ট্রি,জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু।