‘রেইনকোট’ গল্পের রেইনকোট কীসের প্রতীক?

সঠিক উত্তর: সাহস ও দেশপ্রেম
 “রেইনকোট” গল্পের রেইনকোট সাহস ও দেশপ্রেমের প্রতীক। এছাড়াও রেইনকোট গল্পের প্রেক্ষাপট হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের সময় নিয়ে রচিত। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকায় গেরিলা আক্রমণ শুরু হয়। রেইনকোট পল্পটিতে, শনিতে সাত, মঙ্গলে তিন, আর সব দিন দিন → এটা জেনারেল স্টেটমেন্ট। বারের নাম আসছে - শনি, মঙ্গল, বুধ, বৃহঃ, শুক্র।