'হাঙ্গর নদী গ্রেনেড' চলচ্চিত্রের নির্মাতার নাম?

সঠিক উত্তর: চাষী নজরুল ইসলাম
# বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত উপন্যাস- হাঙ্গর নদী গ্রেনেড।# ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের সত্য ঘটনা অবলম্বনে উপন্যাসটি রচিত হয়েছে।# উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯৭৬ সালে।# ১৯৯৭ সালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম 'হাঙ্গর নদী গ্রেনেড' নামে একটি চলচ্চিত্র নিমার্ণ করেন।