মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “ হাঙর নদী গ্রেনেড" কে লিখেছেন?

সঠিক উত্তর: সেলিনা হোসেন
১৯৭৬ সালে প্রকাশিত সেলিনা হোসেনের উপন্যাসটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের সত্য ঘটনা অবলম্বনে রচিত। ১৯৭২ এ গল্প আকারে লিখিত হলেও ১৯৭৪ সালে গল্পটিকে উপন্যাসে রূপ দেন এবং ১৯৭৬ সালে তা প্রকাশিত হয়। পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামক চলচ্চিত্র নির্মাণ করেন।