কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোম আকৃতি ধারণ করে?

সঠিক উত্তর: অ্যানাফেজ
কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোম আকৃতি ধারণ করে |অ্যানাফেজ হলো মাইটোসিস কোষ বিভাজনের একটি দশা যেটি মেটাফেজ দশার পরে শুরু হয় এবং যখন অনুলিপিত ক্রোমোজমগুলোর বিভক্তি ঘটে ও বিভাজনরত কোষের দুটি বিপরীত মেরুতে অপত্য ক্রোমোজোম (ক্রোমাটিড) সৃষ্টি হয়। অ্যানাফেজ দশার শেষের দিকে বিভাজনরত কোষে ক্রোমোজোমগুলোর ঘনত্ব সর্বাধিক হয়।