কোনটি অসম্পৃক্ত জৈব যৌগ?

সঠিক উত্তর: এসিটিলিন
ব্যাখ্যা: জনম্পৃক্ত জৈব যৌগ হল- অ্যালকিন ও অ্যালকাইন। এখানে ইথেন, প্রোপেন হল অ্যালকেন। ইথাইন যার আরেকটি নাম অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর গাঠনিক সংকেতে কার্বন কার্বন ত্ৰিবন্ধন বিদ্যমান। ত্রিবন্ধনের একটি সিগমা ও দুটি পাই ৰন্ধন । কাৰ্বন-কার্বন বন্ধনের দৈর্ঘ্য ৩.১২১ ন্যানোমিটার। এটি সাধারণ অবস্থায় গাস/তরল। এর (C) প্রোপেন রাসায়নিক সংকেত C2H2। ইথাইন অবস্থান সমাণুতা প্রদর্শন করে। এটার আকৃতি সরল রৈখিক।