কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল?

সঠিক উত্তর: অগ্নিবীণা
কাজী নজরুল ইসলামের যে পাঁচটি বই বাজেয়াপ্ত হয়েছিল: বিশের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। পাঁচটি গ্রন্থ ছাড়াও 'অগ্নিবীণা', 'ফণিমনসা', 'সঞ্চিতা', 'সর্বহারা', 'রুদ্রমঙ্গল' প্রভৃতি বই ব্রিটিশ সরকারের রোষানলে পড়েছিল। তবে শেষ পর্যন্ত এগুলো বাজেয়াপ্ত হয়নি। এখানে উত্তর না থাকায় অপশন A দাগানো উত্তম হবে।