কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?

সঠিক উত্তর: বিষের বাঁশি
কাজী নজরুল ইসলাম রচিত ' বিষের বাঁশী ' কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। 'বিষের বাঁশী ' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় আগস্ট ১৯২৪ এবং নিষিদ্ধ ২৪ অক্টোবর ১৯২৪। কবি নজরুল ইসলাম মোট ৫ টি গ্রন্থ নিষিদ্ধ হয়। যথা - বিষের বাঁশী, ভাঙ্গার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, ও যুগবাণী।