কে রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ করেন?

সঠিক উত্তর: ডব্লিউ বি ইয়েটস
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক W.B.Yeats. গীতাঞ্জলি রবীন্দ্রনাথের লেখা একটি কাব্যগ্রন্থ এবং এতে ১৫৭ টি গীত কবিতা রয়েছে। গীতাঞ্জলি প্রকাশিত হয় ১৯১০ সালে আর এর ইংরেজি অনুবাদ "Song offerings " প্রকাশিত হয় ১৯১২ সালে যাতে ১৫৭ টি গীত কবিতার মধ্যে স্থান পেয়েছে ৫১ টি।