কার্বন মৌল হীরা ও গ্রাফাইট-এ ভিন্নরূপ। এদের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়? (Diamond and graphite are the allotropes of carbon. For them. which of the following statements is incorrect?

সঠিক উত্তর: হীরা ও গ্রাফাইটে কার্বন পরমাণুর সংকরায়ন হলো যথাক্রমে sp3 ও sp2 (Hybridization of carbon atom in diamond and graphite are sp3 and sp2, respectively.)
হীরকে ১টি কার্বন পরমাণু অপর ৪টি কার্বন পরমাণুর সাথে sp³ সংকর অরবিটালের মাধ্যমে যুক্ত। চতুস্তলকীয়ভাবে প্রতিটি কার্বন পরমাণু যুক্ত থাকে। পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ। এর গলনাঙ্ক 3600°C । 1000°C তাপমাত্রায় উত্তপ্ত করলে এটি গ্রাফাইট ‌‌এ পরিণত হয়। হীরক ও গ্রাফাইট কার্বনের 2টি রূপভেদ। গ্রাফাইট এ প্রতিটি কার্বন পরমাণু অপর অপর তিনটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে sp² সংকর অরবিটালের মাধ্যমে যুক্ত থাকে বলে এর প্রতিটি কার্বন পরমাণুতে একটি করে অসংকরিত 2pz¹ অরবিটাল থাকে। একটি মুক্ত ইলেকট্রন থাকায় গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। কিন্তু হীরক বিদ্যুৎ অপরিবাহী।