কোন বিক্রিয়াটি তাপোৎপাদী?

সঠিক উত্তর: N2(g)+3H2(g)→2NH3(g)
N2 + H2 ↔️2NH3 + তাপ বিক্রিয়াটি একটি উভমুখী তাপোৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি হ্রাস পাবে। কারণ তখন বিপরীতমুখী বিক্রিয়াটি ঘটবে। ফলে NH3 এর বিয়োজন বৃদ্ধি পেয়ে বিক্রিয়ার গতি হ্রাস পাবে। অন্যদিকে তাপমাত্রা হ্রাস করলে সম্মুখমুখী বিক্রিয়াটি‌ ঘটবে। ফলে NH3 এর উৎপাদন বৃদ্ধি পেয়ে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে।