পর্যায় সারণির কোন একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমানবিক সংখ্যা বৃদ্ধির সংগে সংগে-

সঠিক উত্তর: আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়
একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তির মান হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা‌ হ্রাস পায়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। কারণ নিচেরদিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তিস্তর যুক্ত হয়। ফলে বহিঃস্থ স্তরের প্রতি নিউক্লিয়াস এর আকর্ষণ বল হ্রাস পায়। পরমাণুর আকার বৃদ্ধি পেলেও আয়নিকরণ শক্তির মান হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা‌ হ্রাস পায়।একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা‌ বৃদ্ধি পায়। কারণ বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন শক্তি স্তর যুক্ত হয় না বলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস এর আকর্ষণ বল বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার হ্রাস পেলেও আয়নিকরণ শক্তির মান ও তড়িৎ ঋণাত্মকতা‌ বৃদ্ধি পায়।