পর্যায় সারণির কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে যত অগ্রসর হওয়া যায় মৌলের পারমানবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে ততই

সঠিক উত্তর: হ্রাস পায়
একই‌ পর্যায় বাম ➡️ ডানে পরমাণুর আকার হ্রাস পায়। কারণ বাম ➡️ ডানে গেলে বহিঃস্থ স্তরে একটি করে ইলেকট্রন যুক্ত বলে নিউক্লিয়াস কর্তৃক দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। ফলে পরমাণুর আকার/পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়।