নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি 52 বছর হলে, আলীর বয়স কত?

সঠিক উত্তর: 11 বছর
মনেকরি, নাবিলের বয়স = ক বছর সুতরাং আরজুর বয়স = ক + ৯ এবং আলীর বয়স = ক - ৫ প্রশ্নমতে, ক + ক + ৯ + ক - ৫ = ৫২ বা, ৩ক = ৫২ - ৪ বা, ক = ৪৮/৩ = ১৬ সুতরাং আলীর বয়স = ১৬ - ৫ = ১১ বছর