You "had better to hurry" if you don't want to miss the bus. (Match the best alternative that correspond to the quotations word)

Correct Answer: had better hurry
Had better, would better, would rather এগুলো modal verbs. আমরা জানি , modal এর পরে কোন veb থাকলে ঐ verb এর base form/ present form হয়। প্রশ্নে "had better" আছে , তাই " had better " এর পরে to + verb হবে না। এখানে verb এর present form হবে।