অর্নাস এর Arts এ যে সার্বজেট গুলো আছে এর ভবিষৎ কি কি? মানে যেমন, অথনীতি, রাষ্টবিঙ্গান, সমাজবিঞান, ইতিহাস, বাংলা,ইংরেজি ইত্যাদি আরো যেসব বিষয় আছে ঔ গুলো পড়ে কি চাকরি করা যায় বা এর ভবিষৎ কি কি? plz একটু বলবেন..নিজের ক্যারিয়ার নিয়ে অনেক টেনসন এ আছি।
Share with your friends

এগু‌লো প‌ড়ে স্কুল, ক‌লেজ, বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক হওয়া যায়। তাছাড়া সরকা‌রি ব্যাং‌কেও চাক‌রি করা যায় য‌দিও সু‌যোগ কম থা‌কে। আর য‌দি বি‌সিএস পাশ কর‌তে পা‌রেন তাহ‌লে তো অ‌নেক ভাল চাক‌রি পা‌বেন। আপ‌নে যে বিষয়গু‌লো উ‌ল্লেখ ক‌রে‌ছেন এ‌দের ম‌ধ্যে সব‌চে‌য়ে ভাল হল অর্থনী‌তি এবং ইং‌রে‌জি। অন্য বিষয়গু‌লোর চা‌হিদা একটু কম। য‌দি পা‌রেন অর্থনী‌তি বা ইং‌রে‌জি‌তে অনার্স করুন। য‌দি ভাল রেজাল্ট কর‌তে পা‌রেন তাহ‌লে চাক‌রির ক্ষে‌ত্রে অ‌নেক সু‌বিধাজনক অবস্থা‌নে থাক‌বেন।

Talk Doctor Online in Bissoy App